বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ৩য় প্রতিপক্ষ কি বৃষ্টি!

|

বাংলাদেশ ক্রিকেটঃ দ্য টাইগার্স এর ফেসবুক পেজ থেকে সংগৃহীত ছবি।

সিলেটে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় প্রতিপক্ষ হতে পারে বৃষ্টি। প্রথম ম্যাচের সময় আবহাওয়ার পূর্বাভাস তেমনই। তবে, সেদিকে না তাকিয়ে ম্যাচ নিয়েই ভাবনা সাকিব আল হাসানের। পাশাপাশি স্পোর্টিং উইকেট নিয়েও সতর্ক অবস্থানে কোচ চান্দিকা হাথুরুসিংহে।

কখনও ৬০ কখনোবা ৮০ শতাংশ ব্জ্রসহ বৃষ্টিপাতের আশংকা- বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টিতে এমনটাই থাকছে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার এ পূর্বাভাস সত্যি হলে কালো মেঘের মতো ক্রিকেটপ্রেমীদের কপালেও পড়বে চিন্তার ভাঁজ। কেন না কাটেল ওভারে ম্যাচ গড়ালে খেলার উত্তাপে মিশে যাবে জল। টাইগার দলপতি সাকিবও ইঙ্গিত দিলেন তেমনই।

টাইগারদের ক্যাপ্টেন সাকিব আল হাসান বলেন, পরিস্থিতি এমন যে এখানে যেকোনো সময়ে বৃষ্টি নামতে পারে। খেলা ৫ ওভারও হতে পারে, ১৫ হতে পারে। আমাদেরকে প্রস্তত থাকতে হবে। খেলা কতো ওভারের হচ্ছে সেটা অনুযায়ী আমাদের খেলোয়াড়দেরকে প্রস্তুত করার চেষ্টা করবো।

আবহাওয়ার মত হালকা সবুজ ঘাসের উইকেটও প্রতিবন্ধকতা তৈরি করতে পারে টাইগারদের জন্য। এজন্য, কিউরেটরকে সাথে নিয়ে কোচ চান্দিকা হাথুরুসিংহে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝার চেষ্টা করছেন উইকেটের আচরণ। কখনও তীক্ষ্ণ দৃষ্টিতে আবার কখনও বা বল দিয়ে আঘাত করে।

গুরুর এমন পরীক্ষা-নিরীক্ষার সাথী হয়েছেন অধিনায়ক সাকিবও। দীর্ঘ সময় তারা পর্যালোচনা করেছেন উইকেট। এ নিয়ে গুরু-শিষ্যের মধ্যে কথাও হয়েছে বেশ খানিকক্ষণ।

২০১৪-২০১৮ সাল পর্যন্ত ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে সিলেটে। এরমধ্যে, ৬টি খেলায় জয় এসেছে রান তাড়া করতে নেমে। তাই, টাইগারদের টস ভাগ্যটাও গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে এ সিরিজে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply