ঝিনাইদহে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে শৈলকুপা সরকারী পাইলট স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আজ বিকেলে বীর মুক্তিযোদ্ধা নূর আলম সিদ্দীকি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের সেমিফাইনাল খেলা শুরু হয়। খেলায় অংশ নেয় উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন ও সারুটিয়া ইউনিয়ন। দ্বিতীয়ার্ধের শেষের দিকে খেলা চলাকালে যখন ১-১ গোলে ড্র তখন নিত্যানন্দপুর ইউনিয়নের বিরুদ্ধে বাইরের ২ খেলোয়াড় খেলানোর অভিযোগ আনে সারুটিয়া ইউনিয়ন। এ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই দলের সমর্থক দৌড়ে মাঠে প্রবেশ করে গোলযোগের সৃষ্টি করে। পরে বসার চেয়ার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শেষ পর্যন্ত নিত্যানন্দপুর ইউনিয়ন মাঠ ছেড়ে বেরিয়ে যায়।

সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, শেষের দিকে একের পর এক ফাউল করতে থাকে নিত্যানন্দপুর ইউনিয়নের বাইরের খেলোয়াড়রা। এ সময় আমরা অভিযোগ দেই। পরে দুই দলের সমর্থকরা মাঠে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

শৈলকুপা ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী বলেন, যেহেতু খেলার শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে; ফলে আমরা দুই পক্ষকে ডেকে বাকি সময়টা খেলার আহ্বান জানাই। কিন্তু নিত্যানন্দপুর ইউনিয়ন আর খেলবে না জানিয়ে মাঠ ত্যাগ করে। সে কারণে সারুটিয়া ইউনিয়নকে বিজয়ী ঘোষণা করা হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply