‘দেশের গণতন্ত্রকে হত্যা করতে দিবে না জাতীয় পার্টি’

|

সাতক্ষীরা প্রতিনিধি :

জাতীয় পার্টি দেশের গণতন্ত্রকে হত্যা করতে দিবে না বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে সাতক্ষীরায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তারা।

বক্তারা বলেন, দেশ এখন লুটপাটের রাজ্য। ভোট ছাড়াই সংসদে যাচ্ছেন অযোগ্য ব্যক্তিরা। এরা কাউকে সেবা দেয় না। জনগণের কাছে এদের কোনো দায়বদ্ধতা নেই। আমরা চাই আগামী সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনে মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। জাতীয় পার্টি দেশের গণতন্ত্রকে হত্যা করতে দিবে না।

স্মরণ সভার প্রধান অতিথি সৈয়দ দিদার বখত বলেন, মানুষ আজ দেশের প্রকৃত উন্নয়নের রূপকার এরশাদের কথা স্মরণ করছে। এখন কেউ ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে চায় না। দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি।

তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সভার সভাপতিত্ব করেন। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply