ওয়াগনার গ্রুপের কাছে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে বেলারুশ সেনাবাহিনী

|

রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করার পর বেলারুশেই অবস্থান করছে ওয়াগনার গ্রুপ। সেখানে বেলারুশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে রুশপন্থী এই ভাড়াটে যোদ্ধাদের সংগঠন। মিনস্ক বলছে, ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে সদ্য লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে ওয়াগনারের। প্রশিক্ষণে সেই অভিজ্ঞতাই গ্রহণ করছে বেলারুশের সামরিক বাহিনী। খবর রয়টার্সের।

রাজধানী মিনস্ক থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আসিপোভিচি শহরের কাছেই মূলত চলছে বেলারুশের সেনাদের প্রশিক্ষণ। ইউক্রেনীয় বাহিনী এবং দেশটির পক্ষ হয়ে কাজ করার বিভিন্ন মার্সেনারি সংগঠনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছে ওয়াগনার যোদ্ধারা। সেই অভিজ্ঞতাই বেলারুশের সামরিক বাহিনীর সাথে ভাগাভাগি করছে সশস্ত্র সংগঠনটি। বিভিন্ন ধরনের অস্ত্রের পাশাপাশি অন্যান্য সামরিক সরঞ্জাম পরিচালনার প্রশিক্ষণও দেয়া হচ্ছে। এর পাশাপাশি গেরিলা হামলাসহ বিভিন্ন অভিযান কীভাবে পরিচালনা করা হবে সে বিষয়েও হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এ নিয়ে বেলারুশের এক সেনা সদস্য বলেন, আফগান যুদ্ধের পর আমরা আর কোনো দেশের বিরুদ্ধে লড়াই করিনি। আর যেহেতু ওয়াগনার ইউক্রেনীয় বাহিনীর সাথে লড়াই করে এসেছে তাই সেই বাস্তব অভিজ্ঞতা থেকে তারা আমাদের শেখাতে পারছে। সামরিক জ্ঞানে ওয়াগনার প্রচণ্ড দক্ষ। এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে।

এর আগে, গত ২৩ জুন রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার গ্রুপ। তারা রাশিয়ার রোস্তভ শহরে ঢুকে পড়ে। শহরটির বেশ কিছু সামরিক স্থাপনাও নিয়ন্ত্রণে নেয় দলটি। এরপর ২৪ জুন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্ততায় বিদ্রোহ থেকে সরে আসতে সম্মত হয় ওয়াগনার বাহিনী।­­ এরপর থেকেই বেলারুশেই অবস্থান করছেন দলটির সদস্যরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply