ক্লাস্টার বোমা নিয়ে পুতিন দিলেন নতুন হুঁশিয়ারি

|

রাশিয়ার কাছে গুচ্ছ বোমার পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রয়োজন হলেই ব্যবহার করা হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এপির।

রোববার (১৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কাছে বিভিন্ন ধরনের গুচ্ছ বোমা আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের। আর তা যথেষ্ঠ পরিমাণে। আগে তা ব্যবহার করিনি। তবে তারা যদি আমাদের বিরুদ্ধে ব্যবহার করে, তবে অবশ্যই আমাদেরও অধিকার আছে একই পদক্ষেপ নেয়ার।

এর আগে, বৃহস্পতিবার পেন্টাগন জানায়, যুক্তুরাষ্ট্রের ক্লাস্টার বোমা ইতোমধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply