ভারতের বিরুদ্ধে বাংলাদেশের নারীদের ঐতিহাসিক জয়

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নারী ক্রিকেট দলের এটি ছিল ৬ষ্ঠ দেখা। এর আগের সবকটিতেই ভারত জয় পেলেও এবার পাশার দান উল্টে দিলো বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৪০ রানে হারিয়ে টাইগ্রেসরা পেয়েছে ঐতিহাসিক জয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের করা ১৫২ রানের জবাবে মারুফা আকতার ও রাবেয়া খানের বোলিং নৈপুণ্যে মাত্র ১১৩ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস।

মিরপুরে টস জিতে কন্ডিশনের ফায়দা নিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ১৪ রানে জোড়া উইকেটের পতন ব্যাকফুটে ঠেলে দেয় দলকে। রান আউটে শূন্য রানে ফেরেন ওপেনার শারফিন আখতার। ১৩ রানে মুরশিদা খাতুনকে তুলে নেন আমানজত কৌর। বৃষ্টির কারণে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে এরপর ফারজানা হককে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন অধিনায়ত নিগার সুলতানা। ২৭ রান করে ফেরেন ফারজানা। থিতু হতে পারেননি রিতু মনিও। ৮১ রানে ৪ উইকেট হারিয়ে আরও একবার চাপে পরে স্বাগতিকরা। নিগার সুলতানার ৩০ রানের সাথে ফাহিমা খাতুন ও সুলতানা খাতুনের ব্যাট থেকে আসে যথাক্রমে ১২ ও ১৬ রান। ৪৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৫২ রান।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শক্তিশালী ভারত। ১৩ রান স্মৃতি মান্ধানা, ৩০ রানে প্রিয়া পুনিয়া, ৩৭ রানে হারমানপ্রিত কৌরকে হারায় ভারত। স্বস্তিকা ভাটিয়া ও জেমাইমা রদ্রিগেজ ৬১ রানের মধ্যে বিদায় নিলে বাংলাদেশ বসে যায় ম্যাচে চালকের আসনে। এরপর ৬ষ্ঠ উইকেট জুটিতে দীপ্তি শর্মা ও আমানজত কৌর ৩০ রান যোগ করে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন। কিন্তু ৯১ রানেই দলকে রেখে সাজঘরে ফেরেন এই দুই ব্যাটার। একই রানে স্নেহ রানাও সাজঘরে ফিরলে জয়ের ঘ্রাণ পেতে শুরু করে টাইগ্রেসরা। শেষ দু’টি উইকেটও চলে আসে দ্রুতই। পরাজয়ের ব্যবধান কমিয়ে ৩৫.৫ ওভারে ১১৩ রান শেষ হয় ভারতের ইনিংস।

ভারতের দুই ওপেনারসহ বিপজ্জনক হয়ে ওঠার ইঙ্গিত দেয়া আমানজত কৌর ও স্নেহ রানার উইকেট নিয়ে ভারত-বধে নেতৃত্ব দিয়েছেন ডানহাতি পেসার মারুফা আকতার। এর মাঝে, শেষ দুইজনকে দুই বলে আউট করে ভারতের জয়ের আশা এক প্রকার শেষই করে দেন এই টাইগ্রেস। এছাড়া, ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করে লেগস্পিনার রাবেয়া খানও ভারতের ইনিংসকে ধ্বংসস্তূপে পরিণত করায় ভূমিকা রাখেন। ২৯ রানে ৪ উইকেট নেয়া মারুফা আকতার হয়েছেন ম্যাচসেরা। সিরিজের পরের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২২ জুলাই।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply