সাগরপাড়ে বসে ঢেউ উপভোগ করছিলেন এক দম্পতি। ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছিল তাদের পায়ে। বাবা-মায়ের এমন আনন্দঘন মুহূর্তের দৃশ্য মোবাইলে ধারণ করছিল সন্তানরা। কিন্তু, কয়েক সেকেন্ডের ব্যবধানে আনন্দ রূপ নিলো বিষাদে। হঠাৎ এক বিশাল ঢেউয়ের আঘাতে তলিয়ে যান স্বামী-স্ত্রী দুজনই। পরে স্বামীকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হন স্ত্রী। খবর এনডিটিভির।
গত জুন মাসে মুম্বাইয়ের বান্দ্রায় ঘটে এ দুর্ঘটনা। সম্প্রতি ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
This is so horrible How can a person risk their life for some videos..
The lady has swept away and lost her life in front of his kid.#bandstand #Mumbai pic.twitter.com/xMat7BGo34— Pramod Jain (@log_kyasochenge) July 15, 2023
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, স্বামীর সাথে একটি প্রবালে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছিলেন ওই নারী। এ সময় ঢেউ আছড়ে পড়ছিল তাদের শরীরে। কিছুটা তফাতে থেকে বাবা-মায়ের ভিডিও ধারণ করছিল তাদের সন্তানরা। কিছুক্ষণ পর বিশাল এক ঢেউয়ের আঘাতে তলিয়ে যান তারা। এ সময় দম্পতির সন্তানদের চিৎকার শোনা যায়।
জানা গেছে, দুর্ঘটনার পর শুরু হয় উদ্ধার অভিযান। প্রায় ২০ ঘণ্টা খোঁজাখুঁজির পর গত ১০ জুন সন্ধান মেলে ওই নারীর মরদেহের।
এএআর/
Leave a reply