মুন্সীগঞ্জে গায়ে আগুন ঢেলে গৃহবধূর মৃত্যু, গ্রেফতার স্বামী

|

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে গায়ে আগুন ঢেলে এক নারীর মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, এ সময়ে তার স্বামী অগ্নিদগ্ধের ভিডিও ধারণ করছিলেন। স্বামী হেলাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনা ঘটার ৫ দিন পর শনিবার (১৫ জুলাই) রাতে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে মৃত্যু হয় গৃহবধূ রিকু আক্তারের। তার পিতার অভিযোগ, স্বামী-শ্বাশুড়ির নির্যাতন সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন নিহত নারী। সে সময়ে স্ত্রীকে না বাঁচিয়ে মোবাইলে ভিডিও ধারণ করেন স্বামী হেলাল।

এ ঘটনায় স্বামী-শ্বাশুড়িসহ ৫ জনকে আসামী করে মামলা করা হয়েছে। স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতার ও মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ থানার ওসি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply