তাপপ্রবাহ অব্যাহত ইউরোপে, চলতি বছর মৃত্যু হতে পারে অন্তত ৬০ হাজার মানুষের

|

বিশ্বের বিভিন্ন স্থানে অব্যাহত আছে দাবদাহ। ইউরোপের দক্ষিণাঞ্চলজুড়ে ক্রমেই বাড়ছে তাপপ্রবাহ। ফলে অন্তত ১৫টি দেশের জনজীবন এখন বিপর্যস্ত। এরমধ্যে পরিস্থিতি সবচেয়ে নাজুক ইতালিতে। আবহাওয়াবিদদের শঙ্কা, চলতি বছর গরমের কারণে ইউরোপজুড়ে ৬২ হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে। খবর আল জাজিরার।

কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার (১৮ জুলাই) ইতালির তাপমাত্রা ছাড়াতে পারে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। একই চিত্র স্পেন এবং গ্রিসেও। তিন দেশেই বিভিন্ন স্থানে জনসাধারণের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। বন্ধ করা হয়েছে শতাধিক পর্যটন কেন্দ্র।

ইউরোপের দক্ষিণাঞ্চলে এরইমধ্যে গড় তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়েছে। কর্তৃপক্ষ বলছে, আরও ১০দিন চলবে এই তাপপ্রবাহ। এদিকে, চীন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে গড় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply