ওয়ানডে র‍্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে নিগার সুলতানা

|

ছবি: সংগৃহীত

আইসিসি নারী ক্রিকেটারদের ওয়ানডে র‍্যাংকিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। সর্বশেষ ঘোষিত র‍্যাংকিংয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন তিনি।

মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশিত নারী ক্রিকেটারদের র‍্যাংকিংয়ে দেখা যায়, ব্যাটিংয়ে চার ধাপ এগিয়েছেন টাইগ্রেস এই অধিনায়ক। তিনি ভারতের বিপক্ষে প্রথম ওডিআইতে ৩৯ রান করে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে অবশ্য এগিয়ে ফারজানা হক। এক ধাপ এগিয়ে এই টপ অর্ডার ব্যাটারের অবস্থান ৩০ নম্বরে।

এদিকে, বোলিংয়ে টাইগ্রেসদের মধ্যে শীর্ষে রয়েছেন সালমা খাতুন। র‍্যাংকিংয়ে ২১তম স্থানে অবস্থান তার। ছয় ধাপ এগিয়ে নাহিদার অবস্থান ২৪ নম্বরে। প্রথম ওয়ানডেতে ৪ উইকেট শিকার করা মারুফা আক্তার ৩৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা একশতে। আর, ২৫ ধাপ এগিয়ে ৭৮ নম্বরে আছেন সুলতানা খাতুন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply