দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তরুণ পেসার নাসিম শাহর গতি আর লেগ স্পিনার আবরার আহমেদের ঘূর্ণি বলে মাত্র ৪৮.৪ ওভারে ১৬৬ রানেই অলআউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫৭ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভা।
কলম্বোর সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। কিন্তু আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি দুই ওপেনার। ৯ বলে মাত্র ৪ রান করে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন নিশান মাদুশঙ্কা। উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি কুশল মেন্ডিসও। তার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। ৩৫-৩৬ রানের মধ্যে আরও দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কানরা।
দিনেশ চান্দিমাল ও সিলভা মিলে ৮৫ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি চান্দিমালও। নাসিম শাহর বলে আউট হওয়ার আগে করেন ৩৪ রান। ৭ম উইকেট হিসেবে সিলভা ফিরে গেলে বড় সংগ্রহ গড়তে পারেনি শ্রীলঙ্কা। শেষের দিকে ৪৪ বলে ২৭ রানের ইনিংস খেলেন রমেশ মেন্ডিস। শ্রীলঙ্কার ৮ জন খেলোয়াড় আউট হয়েছেন এক অংকের ঘরেই।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আবরার আহমেদ। এছাড়াও নাসিম শাহ নেন ৩ উইকেট।
/আরআইএম
Leave a reply