রামপুরায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

|

প্রতীকী ছবি

রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে পূর্ব রামপুরা তিতাস রোডের একটি টিনশেড ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনরা জানায়, জুয়েলের বাড়ি কুড়িগ্রামে। আর নাসরিনের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। সাড়ে ৩ বছর আগে জুয়েল ও নাসরিনের বিয়ে হয়।

নাসরিনের বড় ভাই টিটু মিয়া জানান, নাসরিন অন্যের বাসায় কাজ করতেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এক সপ্তাহ ধরে কাজে যেতে পারছিলেন না। জুয়েলের হাতেও তেমন কাজকর্ম না থাকায় হতাশায় দু’জন আত্মহত্যা করেছেন বলে তার ধারণা।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, জুয়েল ও তার স্ত্রী নাসরিন আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply