ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া পশ্চিমা মিশনের ১৩ দেশের রাষ্ট্রদূতকে আজ (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছে।
ঢাকা-১৭ আসনে নির্বাচনের দিন ভোটগ্রহণের শেষ দিকে এসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করে কয়েকজন। প্রাণে বাঁচতে হিরো আলম দৌড়ে পালান। এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ও ইইউ মিশন।
এ ঘটনায় টুইট করে উদ্বেগ জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়াইন লুইসও। গত ২০ জুলাই গোয়াইন লুইসকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়।
আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলা: ‘রাষ্ট্রদূতদের বিবৃতিতে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়েছে’
/এম ই
Leave a reply