পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেলো কিশোরের

|

ইহুদি সেনাদের আগ্রাসনে নিহত কিশোর ফারিস আবু সামরা।

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারালো ১৪ বছরের ফিলিস্তিনি কিশোর। বৃহস্পতিবার (২৭ জুলাই) স্থানীয় সময় ভোরে কালকিলিয়া শহরে চালানো হয় অভিযান। খবর মিডল ইস্ট আই এর।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানায়, বুধবার থেকেই উত্তাল পরিস্থিতি বিরাজ করছে কালকিলিয়ায়। শরণার্থী ক্যাম্পে তথাকথিত সন্ত্রাস দমন অভিযানে ঢুকতে চাইছিল ইহুদি সেনারা। কিন্তু ইট-পাটকেল ছুঁড়ে তাদের বাধা দেয় স্থানীয়রা। ভোরের দিকে ইসরায়েলি বহরের গুলিতে প্রাণ যায় কিশোর ফারিস আবু সামরা’র।

এর কয়েক ঘণ্টা আগেই, অভিযানে মোহাম্মদ আবু আল-হাকিম নামের অপর এক ফিলিস্তিনির মৃত্যু হয়। সন্ত্রাসী সন্দেহে তার বাড়ি ঘেরাও করে সেনাবহর।

জাতিসংঘের তথ্য অনুসারে, বছরের প্রথম পাঁচ মাসেই পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ১১২ ফিলিস্তিনির। আহত ৪ শতাধিক, যাদের ৪১ জনই শিশু।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply