সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৬ জুলাই) গণভবনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাচ্চুকে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
এর মধ্যদিয়ে এক বছর ভারপ্রাপ্ত থাকার পর পূর্ণ দায়িত্ব পেলেন তিনি। আগামী সম্মেলন পর্যন্ত সভাপতি হিসেবে এ দায়িত্ব পালন করবেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে গণভবনে নেতারা দেখা করতে যাওয়ার সময় সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনে নির্মল রঞ্জন গুহকে সভাপতি এবং আফজালুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন হয়েছিল। গত বছরের জুলাইয়ে নির্মল রঞ্জন গুহের মৃত্যুর পর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান সাচ্চু।
এএআর/
Leave a reply