‘বাসা-বাড়ির চেয়ে সরকারি অফিস ও স্কুল-কলেজে লার্ভা বেশি’

|

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, দুঃখজনক হলেও সত্য বাসা-বাড়ির চাইতে সরকারি অফিস, আদালত, স্কুল-কলেজে এডিসের লার্ভা বেশি পাওয়া যাচ্ছে।

রোববার (৩০ জুলাই) বিকেলে নগর ভবনের ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, ২০১৯ সালেও বিশ্বের ১৫২টি দেশের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এ বছর হয়তো সেই পরিসংখ্যান আরও বাড়তে পারে। তবে আগের চেয়ে বর্তমানে মানুষ অনেক সচেতন হয়েছে।

তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু মোকাবেলায় শুধু সিটি করপোরেশন নয়, সাধারণ মানুষের সচেতনতা ও প্রচেষ্টাও জরুরি। সবার প্রচেষ্টায় এটি প্রতিরোধ করা সম্ভব।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply