চলছে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

|

বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

সোমবার (৩১ জুলাই) সকালে রাজধানীর বাড্ডায় এই বিক্ষোভ মিছিল হয়। নেতারা বলেন, বিএনপি আবারও জ্বালাওপোড়াও করছে। তা বন্ধ করতে হবে। নেতাকর্মীরা দাবি করেন, বিএনপির অগ্নিসন্ত্রাস রুখতেই তাদের এই সমাবেশ ও সতর্ক অবস্থান। বিএনপির আগুনে আর কারও জানমালের ক্ষতি হতে দেবে না আওয়ামী লীগ।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এম মান্নান কচি বলেন, জাতি ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। আওয়ামী লীগের কর্মীরা কখনও ঢাকাকে অবরোধ করতে দেবে না। নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো। বিএনপি কর্মীরা গাড়িতে হামলা ও ভাঙচুর করে সরকারের উপর দায় চাপাচ্ছে। সন্ত্রাস না করে নির্বাচনে আসতে আহ্বান জানাই। জনসমর্থন না থাকায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি। নির্বাচন বানচালের শক্তি ও সামর্থ্য নেই তাদের।

মূলত এর আগে রাজধানীর আগারগাঁওয়ে শান্তি সমাবেশ করার কথা জানালেও তা বাতিল করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। পরে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করার কথা বলা হয়।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply