চট্টগ্রামে কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু হচ্ছে আজ

|

কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু হচ্ছে।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের জরাজীর্ণ কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু হচ্ছে আজ থেকে। বন্ধ করে দেয়া হয়েছে ট্রেন ও যান চলাচল।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সেতুটি বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ের প্রকৌশল বিভাগ। যানবাহন পারাপারের জন্য চালু করা হয়েছে ফেরি সার্ভিস। ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচলের উদ্বোধনের জন্য জরুরি ভিত্তিতে সেতুর ট্রেন লাইনসহ ডেকিং ও পাটাতন মেরামতের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। মেরামতের পর এই সেতুর ওপর দিয়ে প্রথমবারের মতো ট্রেন ছুটবে পর্যটন নগরী কক্সবাজারে।

কর্তৃপক্ষ জানায়, সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা। এর আগে ২০০৪ এবং ২০১২ সালে সংস্কার করা হয়েছিল কালুরঘাট সেতু।

এদিকে, ফেরির সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। তারা বলছেন, দু’টি ফেরি দিয়ে বিপুল সংখ্যক যানবাহন ও যাত্রী পারাপার সম্ভব নয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply