২৪৬ ফুট দীর্ঘ স্যান্ডউইচ বানিয়ে তাক লাগিয়ে দিলো মেক্সিকো। দেশটির ঐতিহ্যবাহী খাবার ‘টর্টা’র আদল আর উপাদানে বানানো হয় খাবারটি। খবর রয়টার্সের।
বুধবার (২ জুলাই) রাজধানীতে ১৮তম টর্টা উৎসব উপলক্ষ্যে ছিল এ আয়োজন। যা বানাতে কাজ করেন ১০০ পাঁচক। বিচারকদের পর্যবেক্ষণের পর, মজাদার খাবারটি উপভোগ করেন মেলায় আগত দর্শনার্থীরা। অবশ্য, তা নামেমাত্র মূল্যে কিনে নিতে হয়েছে। সেই অর্থ যাবে জনকল্যাণে।
মেলায় বসেছিল ছোট-বড় আরও ৭০টি খাবারের দোকান। গেল বছর বানানো স্যান্ডউইচটির দৈর্ঘ্য ছিলো ২৪২ ফুটের বেশি।
এটিএম/
Leave a reply