ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ব্যক্তিগত বাড়ি কালো কাপড়ে ঢেকে দিয়েছে পরিবেশবাদী আন্দোলনকারীরা। সরকারের জ্বালানি নীতির প্রতিবাদে ভিন্নধর্মী এই প্রতিবাদ জানানো হয় দেশটিতে। খবর সিএনএন এর।
এ নিয়ে একটি ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, সুনাকের নর্থ ইয়র্কশায়ারের বাড়ির ছাদে উঠে সেখান থেকে কালো তাপড় ঝুলিয়ে পুরো বাড়ি ঢেকে দেন পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের সদস্যরা। এ সময় দ্রুত নতুন জ্বালানি নীতি পরিবর্তনে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সম্প্রতি ব্রিটিশ সরকারের জ্বালানি নীতিতে পরিবর্তন আনার ঘোষণা ঘিরেই দেশটিতে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এই নীতিতে তেল এবং গ্যাসের মজুদ বাড়ানোর নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লন্ডন। ফলে নতুন করে খনি খননের লাইসেন্স দেয়ার ঘোষণাও দেয়া হয়। তারই প্রতিবাদে আন্দোলন চলছে দেশটিতে।
এসজেড/
Leave a reply