ইনজুরির কারণে এশিয়া কাপে নেই তামিম

|

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই কোমরের ব্যথায় ভুগছেন সদ্য ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেয়া তামিম ইকবাল। যে কারণে লন্ডনে গিয়ে কোমরের ব্যথার জন্য ইনজেকশন নিয়েছিলেন তিনি। চিকিৎসক তাকে এক সপ্তাহ বিশ্রাম শেষে ধীরে ধীরে অনুশীলনে ফেরার পরামর্শ দিয়েছেন। তবে চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলে এশিয়া কাপে খেলবেন না তামিম।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে রাত ৮টার আগেই এসে পৌঁছান তামিম ইকবাল। এরপর শুরু হয় জরুরি বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও।

এদিন বিসিবি সভাপতির সঙ্গে দীর্ঘ সময় বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল প্রথমে জানান, তিনি অধিনায়ক হিসেবে আর থাকতে চান না। ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করবেন। খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে।

অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন তামিম। বিশ্বকাপে পুরো ফিট তামিমকে পাওয়ার আশাবাদের কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply