গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেফতার মার্কিন নৌবাহিনীর ২ নাবিক

|

প্রতীকী ছবি: এপি

চীনকে স্পর্শকাতর তথ্য পাচারের দায়ে গ্রেফতার হলেন মার্কিন নৌবাহিনীর ২ নাবিক। বৃহস্পতিবার (৩ আগস্ট) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের অ্যাসিসটেন্ট অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন। খবর এপির।

সান ডিয়েগোর নৌঘাঁটিতে যাওয়ার পথে তাদের গ্রেফতার দেখানো হয়। তারা হলেন ২২ বছরের জিনশাও ওয়েই এবং ২৬ বছরের ওয়েনহেং ঝাও। তাদের বিরুদ্ধে চীনের গুপ্তচরের কাছে জাতীয় নিরাপত্তা তথ্য পাচার এবং স্পর্শকাতর ছবি-ভিডিওর বিনিময়ে অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

উভচর যুদ্ধজাহাজ ইউএসএস এসেক্সের মেকানিক হিসেবে কর্মরত ছিলেন জিনশাও ওয়েই। স্পর্শকাতর তথ্য পাওয়ার সব সুযোগ ছিলো তার। সে কারণে চীনের গুপ্তচর মোটা অংকের বিনিময়ে তার কাছ থেকে নেন জাহাজের নকশা ও কৌশলগত গাইডের ছবি, এমন অভিযোগ। গত বছর মার্কিন নাগরিকত্ব পেয়েছেন তিনি।

এদিকে ওয়েনহেং ঝাওয়ের বিরুদ্ধে অভিযোগ, ছবি-ভিডিও-ডায়াগ্রাম ও নকশা’র জন্য ১৫ হাজার ডলার দেয়া হয়েছিল তাকে। অপরাধ প্রমাণিত হলে প্রত্যেকের হবে ২০ বছরের কারাদণ্ড।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply