আ.লীগের বিশেষ বর্ধিত সভা, সারাদেশ থেকে অংশ নিচ্ছেন ৩ হাজার নেতাকর্মী

|

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ সকাল সাড়ে ১০টার কিছু পরে শুরু হয়েছে আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভা’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করছেন। এই উপলক্ষে আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দরা সকাল থেকেই আসতে শুরু করেন গণভবনে। বিরোধী দলের চলমান আন্দোলন ও আগামী নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে এই বিশেষ সভা করছে ক্ষমতাসীন দলটি।

সভায় এ দু’টি ইস্যুতে তৃণমূলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিশেষ বর্ধিত সভা থেকে আগামী নির্বাচনের কৌশল নির্ধারণ ও এ সংক্রান্ত দিকনির্দেশনাও দেয়া হবে। পাশাপাশি তৃণমূলের কাছ থেকেও মাঠের প্রকৃত চিত্র জানার চেষ্টা করবেন দলীয় প্রধান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply