মেহেরপুরে ‘গরু আতঙ্ক’, কঠোর পদক্ষেপ কর্তৃপক্ষের

|

গরু নিয়ে মহা বিপাকে পড়েছেন মেহেরপুর পৌরবাসী। দিন-রাত সড়কে অবাধে চলাচল করছে গরু, হরহামেশাই গরুর গুঁতায় আহত হচ্ছেন বাসিন্দারা। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে বড়রাও সড়কে চলাচল করার ক্ষেত্রে আতঙ্কে থাকেন। উপায় না পেয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। রাস্তায় ঘুরতে থাকা কোনো গরুর মালিককে ৩ দিনের মধ্যে পাওয়া না গেলে সেই গরুকে নিলামে তোলা হবে।

স্থানীয়রা বলছেন, প্রায়ই যানবাহনের সামনে চলে আসে গরুগুলো। কখনও গাড়ি নিয়ন্ত্রণে আনা গেলেও, বেশিরভাগ সময়ই দুর্ঘটনা ঘটছে। দিন-রাত, সময়ে-অসময়ে পথ চলতে দেখা যায় মালিকবিহীন এসব গরুর। দিনের পর দিন এমন ভোগান্তিতে তাই অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা।

বাসিন্দাদের মতে, শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো গরুর সংখ্যা অর্ধ শতাধিক। কয়েক মাস ধরে গরুর এমন অবাধ বিচরণ রীতিমত অত্যাচারের পর্যায়ে চলে গেছে বলে ক্ষোভ স্থানীয়দের।

এ নিয়ে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, দিনের পর দিন মাইকিং করেও গরুগুলোর মালিক খুঁজে পাওয়া যায় না। তাই আমরা ঠিক করেছি ৩ দিনের মধ্যে গরুর মালিককে খুঁজে না পেলে আমরা এগুলোকে নিলামে তুলবো। সেই অর্থ বিভিন্ন খাতে ব্যয় করা হবে।

সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর কর্তৃপক্ষ ২০টি গরুকে আটকে রেখেছে শহীদ শামসুজ্জোহা পার্কে। এতে এ সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply