ভূমধ্যসাগরে পৃথক নৌকাডুবিতে নিহত ১৬, নিখোঁজ অর্ধশত

|

ইউরোপে পাড়ি দিতে গিয়ে আবারও নৌকাডুবি হলো ভূমধ্যসাগরে। একই দিনে দুটি নৌকাডুবির এ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জন অভিবাসন প্রত্যাশীর। এখনও নিখোঁজ প্রায় অর্ধশত। খবর বিবিসির।

জানা গেছে, আফ্রিকার দেশ তিউনিসিয়া এবং পশ্চিম সাহারার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ডুবে যায় দুটি পৃথক নৌকা। এর মধ্যে একটি নৌকা ৫৭ জন যাত্রী নিয়ে তিউনিসিয়া সাফাক্স শহরের উপকূলে ডুবে যায়। এ ঘটনায় দু’জন জীবিত ও ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়, বাকিরা নিখোঁজ। বেঁচে যাওয়া যাত্রীরা জানান, এক সপ্তাহ আগে সাফাক্স থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন তারা।

অন্যদিকে পশ্চিম সাহারা উপকূলে আরেকটি নৌকা ডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ। তারা সবাই সেনেগালের নাগরিক। জীবিত উদ্ধার সম্ভব হয়েছে ১৮৯ জনকে।

অবৈধভাবে উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যেতে তিউনিসিয়া থেকে নৌপথ ব্যবহারের প্রবণতা বাড়ছে দিনদিন। ঝুঁকিপূর্ণ এই রুটে ২০১৪ সাল থেকে ২০ হাজারের বেশি মৃত্যু হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply