এলএনজি রেসপনসিবিলিটি: ‘নতুন ফিলোসফি সামনে এনেছেন প্রধানমন্ত্রী’

|

তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ফাইল ছবি।

প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন একটা ফিলোসফি সামনে এনেছেন, সেটা হলো এলএনজি রেসপনসিবিলিটি। পকেটে পয়সা থাকলেই সেটা খরচ করা যাবে, তা নয়। ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে হবে, যেন সবাই তার উপযোগিতা গ্রহণ করতে পারে। বহির্বিশ্ব এখন এদিকেই নজর দিচ্ছে। যথেচ্ছ জ্বালানি ব্যবহার করলে বেশিদূর যাওয়া যাবে না।

বুধবার (৯ আগস্ট) জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে জ্বালানি মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি।

জ্বালানি খাত আর্থিক চাপে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক রাজনীতির কারণে চলমান সংকট হয়েছে। সমুদ্রে গ্যাস উত্তোলনের চেষ্টায় সরকার বিদেশি কোম্পানিগুলোকে দায়িত্ব দিলেও ভূ রাজনৈতিক কারণে তা করেনি। তাই, অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দিয়েছেন তিনি।

তৌফিক ই ইলাহী চৌধুরী আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি খাত যেন কোনো সংকটে না পরে সেজন্য জ্বালানি উৎপাদনে বহুমুখীকরণ করতে হবে। এক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেয়া প্রয়োজন।

গ্যাস আমদানিতে যে ডলার সংকট দেখা দিয়েছিল, তা ১-২ মাসের মধ্যে সমাধান হবে বলে এই ভার্চুয়াল সভায় আশা প্রকাশ করেন জ্বালানি সচিব। জানিয়েছেন, বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা চলছে। ৪২ লাখ গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনার কাজ চলছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply