আবারও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: পররাষ্ট্রমন্ত্রী

|

দেশে আবারও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতি-প্রকৃতি’ নিয়ে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

এ কে আব্দুল মোমেন বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি হলে সাধারণ মানুষের জীবন হুমকিতে পড়বে। রাজনৈতিক শান্তি-শৃঙ্খলা থাকার কারণেই অনেক দেশের অবস্থার উন্নতি হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে যদি শান্তি-স্থিতিশীলতা ধরে রাখা যায়, আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন হয়, তবে আমরা আরও উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবো। এছাড়াও এবারের নির্বাচন অত‍্যন্ত সুন্দর ও স্বচ্ছ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply