ডিজিটাল প্ল্যাটফর্মে সমতা আনতে ই-কোয়ালিটি সেন্টার করছে বাংলাদেশ। এই বিষয়ে শনিবার (১২ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীন, নেপাল, ফিলিপাইনসহ ৬ দেশের রাষ্ট্রদূত ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আইসিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করেছে।
আইসিটি সচিব সামসুল আরেফিন জানান, ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনার উদ্দেশ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ভবিষ্যতে ডিজিটাল ডিভাইস ব্যবহারের সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা হবে।
তিনি জানান, মূলত, তথ্য প্রযুক্তি ব্যবহারে বড় দেশগুলোর সাথে ছোট দেশের যে অসমতা এবং গ্রামের সাথে শহরের যে অসমতা তা দূর করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সেই বিষয়টি সবাইকে অবহিত করতেই এই বৈঠকের আয়োজন। তিনি জানান, ডাটা ও সাইবার সিকিউরিটি নিয়েও আলাপ হয়েছে।
আইসিটি সচিব সামসুল আরেফিন বলেন, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক ক্ষেত্রে গরিবের এক্সেস কম, ধনীদের হয়তো এক্সেস আছে। দেশের ক্ষেত্রেও এটা আছে। অনেক দেশ এগিয়ে আছে। অনেক দেশ পিছিয়ে আছে। অতএব, এটার উদ্দেশ্য হচ্ছে, সবাইকে সমতায় নিয়ে আসা।
/এম ই
Leave a reply