ইকুয়েডরে প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় দেশটির বিভিন্ন কারাগারে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় এক গ্যাং লিডারকে সর্বোচ্চ নিরাপত্তার কাড়াগারে স্থানাস্তর করা হয়েছে। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানায়, ম্যাকিয়াস ফিটো নামের ওই গ্যাং লিডার বেশ কিছুদিন ধরেই হুমকি দিয়ে আসছিলেন নিহত প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলা-ভিসেন-সিওকে। ধারণা করা হচ্ছে, তার নির্দেশেই হত্যা করা হয়েছে ভিলাভিসেনসিওকে।
কর্তৃপক্ষ জানায়, কারাগারে থাকলেও সেখান থেকেই ইকুয়েডরের বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করে থাকে গ্যাং লিডাররা। তাদের নির্দেশেই হত্যা এবং গুম করা হয় হাইপ্রোফাইল ব্যক্তিদের।
এটিএম/
Leave a reply