দাবানলে বলিভিয়ার পূর্বাঞ্চলে বহাল অরেঞ্জ অ্যালার্ট

|

দাবানলের ভয়াবহতায় বলিভিয়ার পূর্বাঞ্চলে বহাল রয়েছে জরুরি সতর্কতা, অরেঞ্জ অ্যালার্ট। এখনও নিয়ন্ত্রণে আসেনি বহু এলাকার আগুন। খবর রয়টার্সের।

শুক্রবার (১২ আগস্ট) থেকেই সান্তা ক্রুজ শহর দাবানলের মুখোমুখি। পুড়ছে এয়ারপোর্ট এবং আশপাশের এলাকাগুলো। রোববারও ফায়ার ব্রিগেডের সহযোগিতায় ১০০টি জায়গায় নেভানো হয়েছে আগুনের লেলিহান শিখা। গ

গভর্নর অফিস থেকে জানানো হয়েছে, ৩৬০টি জায়গায় এখনও সক্রিয় দাবানল। সেগুলো নেভাতে চলছে তৎপরতা। শহরবাসীকে প্রয়োজন ছাড়া, বাইরে না বেরুনোর পরামর্শ দেয়া হয়েছে। প্রাণহানি এড়াতে নেয়া হয়েছে নানা সতর্কতা।

লাতিন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই-আগস্ট মাস মূলত: দাবানলের মৌসুম। দেশজুড়ে ১৪ হাজারের মতো হটস্পট চিহ্নিত করেছেন কর্মকর্তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply