শেখ হাসিনার একতরফা নির্বাচনে বিএনপি অংশ নেবে না, নির্বাচন করতেও দেয়া হবে না: রিজভী

|

গণমাধ্যমের সাথে মত বিনিময়কালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা বলেছে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে। আপনাকে কে সরাতে চায়? আপনাকে সরাবে তো জনগণ, তারাই দেশের আসল মালিক। তারা সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে চোখে গুলিবিদ্ধ হওয়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটুর শারীরীক অবস্থার খোঁজ নিতে এসে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী আপনি গণতন্ত্রের অর্থ বুঝেন? আপনি গণতন্ত্র বুঝেন না। বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। বিএনপি সেই নির্বাচন প্রতিহত করবে যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না। শেখ হাসিনার একতরফা নির্বাচনে বিএনপি অংশ নেবে না এবং নির্বাচন করতেও দেয়া হবে না।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় বিএনপি’র সহ সভাপতি আব্দুস সালাম, বেনজির আহমেদ টিটু, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ আরও অনেকে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply