উত্তরায় ছুরিকাঘাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

|

উত্তরায় ছুরিকাঘাতে মৃত্যু লিমন নামের এক শিক্ষার্থীর। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে লিমন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। উত্তরার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল সে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সাথে রাজধানীর উত্তরায় আড্ডা দিচ্ছিলেন লিমন। এ সময় তুচ্ছ কারণে ওবায়দুল নামের এক বন্ধুর সাথে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে ঝগড়ার মীমাংসা করে দেয় স্থানীয়রা। সেখান থেকে চলে গিয়ে আবার মমিনুল ও শাহজালালকে সাথে নিয়ে ফিরে আসে ওবায়দুল। এরপর লিমনকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

পুলিশ জানায়, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ঘটে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় এখনও গ্রেফতার করা হয়নি কাউকে। তবে মূল হোতাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিহত লিমন হোসেনের গ্রামের বাড়ি জামালপুরে। পরিবারের সঙ্গে থাকতেন রাজধানীর উত্তরায়। এ ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান স্বজনরা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply