উত্তরায় বন্ধুর ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু (ভিডিও)

|

নিহত লিমন।

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে লিমন হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উত্তরার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল সে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র ছেলে লিমনকে নিয়ে বাবা মায়ের স্বপ্ন ছিলো আকাশছোঁয়া। তবে বন্ধুর ছুরিকাঘাতে এক মুহূর্তেই নিভে গেছে তাদের সব আশার প্রদীপ। একমাত্র সন্তানকে হারিয়ে তাই দিশেহারা বাবা-মা।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সাথে রাজধানীর উত্তরায় আড্ডা দিচ্ছিলেন লিমন হোসেন। এ সময় তুচ্ছ কারণে ওবায়দুল নামের এক বন্ধুর সাথে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে স্থানীয়রা ঝগড়ার মীমাংসাও করে দেয়। ওবায়দুল সেখান থেকে চলে গিয়ে কিছুক্ষণ পর আবারও ফিরে আসে মমিনুল ও শাহজালালকে সাথে নিয়ে। এরপর লিমনকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন সেখানে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

ডিএমপি’র এডিসি বদরুল হাসান এ প্রসঙ্গে জানিয়েছেন, নৃশংস এ হত্যাকাণ্ডের মূলহোতাকে শনাক্ত করা হয়েছে। দ্রুতই তাকে গ্রেফতার করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply