‘সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র রক্ষায় বেশিরভাগ গণমাধ্যম সঠিকভাবে ভূমিকা পালন করতে পারছে না’

|

সুষ্ঠু নির্বাচন আয়োজন ও গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি। কিন্তু দেশের বেশিরভাগ গণমাধ্যম সঠিকভাবে তা পালন করতে পারছেন না।

শুক্রবার (১৮ আগস্ট) ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’ আয়োজিত সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ওয়েবিনারে এ কথা বলেছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা।

মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যমে সেল্ফ সেন্সরশিপ অনেকে বেড়ে গেছে। বক্তারা আরও বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র অটুট রাখতে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষ বিভিন্ন মাধ্যমে তাদের মত প্রকাশ করছে। তিনি আরও বলেন, ভিন্নমত আগেও আগেও ছিল। সবার মাঝে রাজনীতি ছিল। এখন রাজনীতি প্রকাশ্যে। এখন তো অনেকেই সম্মিলিতভাবে মনে করছে, আমরা সাংবাদিক পরিচয় দেই কিন্তুু আমরা দলের লোক। এইটা আগে ছিল না।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মাসুদ কামাল। আলোচনায় অংশ নেন সাংবাদিক মোস্তফা ফিরোজ, অধ্যাপক আল মামুন ও ডক্টর সাইমুম পারভেজ। এ সময় সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, প্রশাসন, পুুলিশ কিংবা গণমাধ্যম বলি, সবাই কিন্তু একাট্টা হয়ে একযোগে তাদের কায়েমি স্বার্থ প্রতিষ্ঠা বা রক্ষার জন্য কাজ করেছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply