সহিংসতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ-ভারত একত্রে কাজ করবে: প্রণয় ভার্মা

|

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সহিংসতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে ভারত এক হয়ে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার (১৯ আগস্ট) সকালে জাতীয় জাদুঘরে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির শোক দিবসের আলোচনা সভা এ কথা জানান তিনি। বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত সবসময় পাশে থাকতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতেও বাংলাদেশ-ভারত কাজ করবে বলে জানান হাইকমিশনার প্রণয় ভার্মা। এছাড়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সহযোগীতা এবং যোগাযোগ প্রাধান্য দিচ্ছে দিল্লি। এসব ক্ষেত্রে ভারত সর্ম্পক আরও এগিয়ে নিতে আগ্রহী বলেও জানান তিনি।

প্রণয় ভার্মা বলেন, চরমপন্থা, অসহনশীলতা ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একযোগে কাজ করবো। ন্যায়বিচার, সমতা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা পাবে এমন বিশ্ব বিনির্মাণের লক্ষে আমরা কাজ করে যাবো। দেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কথা স্মরণে রেখে বাংলাদেশের সাথে ভারত একত্রে কাজ করতে চায়।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply