বিজেএস-ইএমকের ফেলোশিপ প্রোগ্রাম সম্পন্ন

|

সনদ প্রদানের মধ্য দিয়ে শেষ হলো বিল্ডিংঅ্যাসেটস জার্নালিজম স্কুল (বিজেএস) ও ইএমকে সেন্টার আয়োজিত ফেলোশিপ প্রোগ্রাম। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ধানমন্ডির ইএমকে সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জন সংবাদকর্মীর হাতে তুলে দেয়া হয় ফেলোশিপ সম্পন্ন করার স্বীকৃতি।

ফেলোশিপে মনোনীত হয়ে সনদ অর্জন করেছেন যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট তাজনুর ইসলাম। রয়টার্সের সাংবাদিক রফিকুর রহমান অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। আরও উপস্থিত ছিলেন বিজেএসের প্রিন্সিপাল রেদওয়ান আহমেদ এবং বাংলাদেশে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা সাংবাদিকদের সংগঠন বিজেআইএম এর আহ্বায়ক স্যাম জাহান।

এবারের ফেলোশিপ প্রোগ্রামের শিরোনাম ছিল ‘উন্নত সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় দক্ষতা’। মোবাইল সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং, সংবাদ লিখন, সাংবাদিকতার নীতি নৈতিকতা, পরিবেশ সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে হাতে-কলমে শিক্ষা নিয়েছেন ফেলোশিপে অংশগ্রহণ করা সাংবাদিকরা। এমন প্রোগ্রামের মাধ্যমে দ্বায়িতত্বশীল সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply