নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সামনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে দেশ। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন হচ্ছে। ভূ-রাজনৈতিক কৌশল আমেরিকার থাকাটা স্বাভাবিক। তবে অন্য কোনো নির্বাচন নিয়ে তাদের মাথাব্যথা নেই। আছে শুধু বাংলাদেশ নিয়ে।
ওবায়দুল কাদের বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশেও ভোট হবে। নির্বাচন কমিশন শক্তিশালী স্বাধীন ও স্বতন্ত্র উল্লেখ করে তিনি বলেন, বিএনপির দাবি সরকারের পদত্যাগ, পার্লামেন্ট ভেঙে দেয়া ও তত্ত্বাবধায়ক সরকার। তবে এসব নিয়ে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন কিছুই বলেনি।
এটিএম/
Leave a reply