আজ আখাউড়া-আগরতলা রেলপথে প্রথমবারের মতো চলবে ট্রেন

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সম্মিলিত আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পে আজ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে।

ত্রুটি শনাক্তের জন্য প্রথমে বাংলাদেশ আখাউড়ার অংশে ট্রেন চালানো হবে। ভারত-বাংলাদেশ রেলওয়ে সংযোগের মাধ্যমে আগরতলা ও কলকাতার মধ্যে ভ্রমণের সময় কমে আসবে। এছাড়া দুই দেশের মাঝে বাণিজ্য সহজ হবে, কমবে পরিবহণ খরচ। চলতি বছরের সেপ্টেম্বরে রেলপথটি চালুর আশা করছেন রেলপথ মন্ত্রণালয়।

২০১০ সালে এই রেলপথ নির্মাণের জন্য দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এ রেলপথ নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড চুক্তিবদ্ধ হয়। প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালে। করোনার কারণে বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিলো প্রকল্পের কাজ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কাজ শুরু হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply