ইউক্রেনের হামলায় রুশ সুপারসনিক বিমান বিধ্বস্ত

|

ইউক্রেনের ড্রোন হামলায় ধ্বংস হলো রাশিয়ার সুপার সনিক বোমারু বিমান। সোমবার (২১ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় দূরপাল্লার বিমানটির বিধ্বস্তের ছবি। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে একটি বিমান ঘাঁটিতে টুপোলেভ -টোয়েন্টি টু বিমানকে আগুনে পুড়তে দেখা যায়। মস্কো জানায়, ড্রোনের মাধ্যমে ছোট একটি অস্ত্র আঘাত হানার পর বিধ্বস্ত হয় বিমানটি। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর মস্কোর তিনটি বড় বিমানবন্দরে বাতিল করা হয় ফ্লাইট। শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে আঘাতে সক্ষম রাশিয়ার টিইউ-টোয়েন্টি টু বোমারু বিমান।

এর আগেও ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় বহুবার ব্যবহার করা হয় বিমানটি। মস্কোর ওপর দিয়ে যাওয়া আরও দু’টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ক্রেমলিন। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় ব্রায়ানস্ক অঞ্চলেও দু’টি ড্রোন ঠেকায় পুতিন বাহিনী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply