ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে হজ করতে পারবেন। শুধু সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন। ট্রানজিট ভিসার মেয়াদ হবে চারদিন, এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়ার সাথে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। আরও বলেন, হজে যাওয়া-আসা সহজীকরণে সৌদি হজ মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। ওমরাহ হজে বাংলাদেশিরা যেন সহজে অংশ নিতে পারে সে লক্ষ্যে সৌদি সরকার কাজ করছে।
এদিকে, ড. তাওফিক আল-রাবিয়া বলেছেন, ওমরাহ ভিসায় গেলেও সৌদি আরব ভ্রমণের সুযোগ পাওয়া যাবে। এজন্য ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে।
/এমএন
Leave a reply