গাজীপুরে ভেজাল সসের কারখানায় অভিযান, গ্রেফতার ৬

|

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরে ভেজাল সস তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল সস, সস তৈরির রাসায়নিক ও অন্যান্য উপকরণ।

বুধবার (২৩ আগস্ট) রাত ৮টায় গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকার ইসলামিয়া সস কারখানায় অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মো: মাহবুব উজ জামান। 

পুলিশ জানিয়েছে, কারখানাটিতে টমেটো ও তেঁতুল ছাড়াই শুধুমাত্র সাইট্রিক এসিড ও রাসায়নিক টেস্টিং এজেন্টসহ আটা, বার্লি, রং, মরিচের গুঁড়া দিয়ে সস তৈরি করা হচ্ছিলো। উৎপাদিত ওইসব ভেজাল সস অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করে বিভিন্ন রেস্টুরেন্টে বিপনণ করা হতো। এছাড়া, কারখানাটির কোনো অনুমোদনও ছিলো না। এসব অভিযোগে কারখানার ছয়জনকে গ্রেফতারসহ জব্দ করা হয় প্রায় আড়াই হাজার লিটার ভেজাল টমেটো সস, ৫২৫ লিটার তেতুঁল সস, সাইট্রিক এসিড, ৫ কেজি রাসায়নিক টেস্টিং এজেন্ট, ৫ বস্তা বার্লি, কৃত্রিম ফ্লেভারসহ অন্যান্য উপকরণ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply