বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে এখনও উত্তাল ইসরায়েল

|

বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে আবারও উত্তপ্ত হলো ইসরায়েলের রাজপথ। শনিবার (২৭ আগস্ট) সরকারের পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিবের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় হাজার হাজার মানুষ। খবর রয়টার্সের।

টানা ৩৪তম সপ্তাহে গড়ালো আন্দোলনটি। সংস্কার আইন বাতিলের দাবিতে আওয়াজ তোলেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের দাবি, বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শ্লোগান দেয় তারা।

রাজধানীর বাইরেও বেশ কয়েকটি শহরে ছড়ায় বিক্ষোভ। বিচার বিভাগের ক্ষমতা সংক্রান্ত সংস্কারের বিরুদ্ধে গত মার্চ থেকেই লাগাতার আন্দোলন চলছে ইসরায়েলে। জনরোষ উপেক্ষা করেই পার্লামেন্টের এখতিয়ার বৃদ্ধি ও বিচার বিভাগের ক্ষমতা হ্রাসে আইন পাস করে দেশটির কট্টর ডানপন্থি সরকার। এর বিরুদ্ধে দাখিলকৃত বহু পিটিশনের জেরে চলতি মাসেই শুনানি শুরু করেছে দেশটির সর্বোচ্চ আদালত।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply