আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমার দ্য সিলভা জুনিয়রকে ‘অসভ্য’ বলে দুয়ো দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সমর্থকরা। এমনকি এই দু’জন ক্লাব ছেড়ে চলে যাওয়ায় হাঁপ ছেড়ে বেঁচেছে পিএসজি। নিজেদের কর্মকাণ্ডে সেটাই বুঝিয়ে দিয়েছে পার্ক দে প্রিন্সেসের সমর্থকগোষ্ঠী।
শনিবার (২৬ আগস্ট) রাতে পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে গত মৌসুমের রানার্স আপ লঁসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে পিএসজি। স্টেডিয়ামে এদিন নেইমারকে কটাক্ষ করে পিএসজির সমর্থকদের একটা অংশ ব্যানারে লিখে আনেন, নেইমার: অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে।
এখানেই শেষ নয়, মায়ামিতে পিএসজির সমর্থকেরা ইন্টার মায়ামির ডিএনভি পিএনকে স্টেডিয়ামের বাইরে ব্যানার নিয়ে হাজির হয়েছিল। সেখানে লেখা ছিল, মেসি: অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৬ মৌসুমে পিএসজির হয়ে ৫টি লিগ টাইটেলসহ মোট ১৩টি শিরোপা জিতেছেন নেইমার। মেসি ২ মৌসুমে জিতেছেন ২টি লিগ শিরোপা। এরপরও কেন এ দু’জনের ওপরে খেপে আছে পিএসজির সমর্থকেরা? কারণ একটাই—তারা স্বপ্ন দেখছিল, এ দু’জন মিলে তাদের চ্যাম্পিয়নস লিগ জেতাবেন। সেই স্বপ্ন যে পূরণ হয়নি তাদের।
এ দুই তারকাই এবার পিএসজি ছেড়েছেন। তাদের মতো দলের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের ক্লাবে থাকা চলছে নানা নাটক। আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার ইচ্ছা এই ফরাসি ফরোয়ার্ডের। এই বিষয়টি পিএসজির সমর্থকরা কেমনভাবে তা নিয়ে চলছিল নানা চর্চা। তবে তাকে নিয়ে কোনো ঝামেলা করেননি সমর্থকরা।
/আরআইএম
Leave a reply