দেশবিরোধী অপশক্তিকে মুক্তিযুদ্ধের পক্ষের বার্তা দিতে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে শুক্রবার (১ সেপ্টেম্বর)। এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, এই সমাবেশ থেকে বার্তা দেয়া হবে যে, খুনিদের সাথে ছাত্রলীগের কোনো আপষ নেই। ছাত্র সমাবেশে প্রগতিশীল সব ছাত্রসংগঠনের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি। সমাবেশে নিঃসন্দেহে পাঁচ লাখের বেশি কর্মীর সমাবেশ হবে বলেও আশা প্রকাশ করেন ছাত্রলীগ সভাপতি।
এসজেড/
Leave a reply