পাকিস্তানে বিদ্যুৎ বিল নিয়ে বিক্ষোভ

|

পাকিস্তানে ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল নিয়ে বাড়ছে অসন্তোষ। অনিয়মিত সরবরাহের পরও বাড়তি অর্থ গুণতে হচ্ছে গ্রাহকদের। সেই ক্ষোভে বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে দেশজুড়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। খবর আল জাজিরার।

অনেকেই পোড়াচ্ছেন বিদ্যুৎ বিল। দিচ্ছেন সরকার বিরোধী স্লোগান। নারীরাও নেমে এসেছেন রাজপথে। তাদের অভিযোগ, সরকারের চাপে জীবন চালানো কষ্টকর।

এদিকে পার্লামেন্টে রাখা ভাষণে অর্থমন্ত্রী শামসাদ আখতার জানিয়েছেন, এই মুহূর্তে জনগণকে স্বস্তি দেয়ার সুযোগ নেই। উল্টো ইঙ্গিত দেন, ভবিষ্যতে বাড়তে পারে ইউনিট প্রতি ট্যারিফ।

দেশটিতে গতবছর ৩০ শতাংশ পর্যন্ত হয়েছে মুদ্রাস্ফীতি। কোণঠাসা পরিস্থিতি থেকে উত্তরণে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার তহবিল দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। পাশাপাশি শর্ত দেয়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারকে বাদ দিতে হবে ভর্তুকি। তাছাড়া, নিজস্ব মুদ্রাকে সংকুচিত করা যাবে না রয়েছে এমন শর্তও।

জুলাই মাসে অর্থবছর শুরুর পর রুপির সাড়ে ১০ শতাংশ দরপতন হয়েছে। বর্তমানে ডলারের বিনিময় মূল্য ৩০৪ রুপি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply