রাজধানীর তেজগাঁওয়ে পাচারের সময় ১১৫ টন চাল জব্দ

|

রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য গুদাম থেকে পাচারের সময় ১১৫ টন চাল জব্দ করেছে র‌্যাব। গতরাতে খাদ্য গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এসময় গুদামের ম্যানেজার ও এক কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব এর ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন- গুদামের ম্যানেজার হুমায়ুন কবির ও ইনচার্জ মুনিয়ার হোসেন। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, দীর্ঘদিন ধরে ওএমএস এর চাল ও আটা কালোবাজারে বিক্রির অভিযোগের বিষয়ে নজরদারি করে আসছিলো তারা।

গতরাতে গুদাম থেকে কয়েকটি ট্রাকে করে চাল পাচারের সময় হাতেনাতে ধরা হয়। পরে কেন্দ্রীয় খাদ্য গুদামের ম্যানেজারসহ দুই কর্মকর্তার তথ্যে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে চালানো হয় অভিযান। সেখান থেকে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply