রোহিত-কোহলির পর আইয়ারকে হারিয়ে চাপে ভারত

|

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সবচেয়ে আলোচিত ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। যেখানে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই শাহীন আফ্রিদীর জোড়া আঘাতে চাপে পড়েছে ভারত। পাকিস্তানি এই বাঁহাতি পেসার সাজঘরে ফিরিয়েছেন রোহিত শর্মা ও ভিরাট কোহলিকে। পাওয়ার প্লে’র শেষ ওভারে শ্রেয়াস আইয়ারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন হারিস রউফ।

শনিবার (২ আগস্ট) শ্রীলঙ্কার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শুরুতে ব্যাটিং নেমে পাকিস্তানি বোলারদের ভালোই পরীক্ষা দিচ্ছিলেন রোহিত। কিন্তু এরপরেই ম্যাচে আঘাত হানে বৃষ্টি । ৪.২ ওভার যেতেই বৃষ্টি কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি শেষে আবারও শুরু হয় খেলা। বৃষ্টি শেষ হওয়ার পর রোহিতের বিপক্ষে খানিকটা আউট সুইং ডেলিভারি করেন আফ্রিদি। তবে ওভারের শেষ ডেলিভারিটি আফ্রিদি করেছিলেন ইনসুইং। 

আফ্রিদির গুড লেংথে পড়ে ইনসুইং হওয়া ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ভারতের অধিনায়ক। রোহিত সাজঘরে ফিরেছেন ২২ বলে ১১ রান করে। আগের ওভারের শেষ বলে রোহিতকে বোল্ড করা আফ্রিদি নিজের পরের ওভারে এসে ফিরিয়েছেন ভিরাট কোহলিকে। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। কভার ড্রাইভ করে চার মেরে রানের খাতা খোলা কোহলি আউট হয়েছেন ৪ রান করে।

চার নম্বরে নেমে দারুণ শুরু করেছিলেন সদ্য দলে ফেরা শ্রেয়াস আইয়ার। তবে তাকে ইনিংস বড় করতে দেননি হারিস রউফ। ডানহাতি এই পেসারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড উইকেটে থাকা ফখর জামানের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ২ চারের সাহায্যে ১৪ রান করেন আইয়ার।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৮ রান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply