পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন বর্ষীয়ান রাজনীতিবিদ ডাক্তার আরিফ আলভি। ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে তাকে শপথ পড়াবেন পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার।
এ উপলক্ষে শনিবার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করে প্রেসিডেন্ট ভবন ছেড়ে যান মামনুন হুসাইন। আলভির শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ইমরান খান, সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াসহ পাকিস্তানের শীর্ষ রাজনীতিবিদ ও বিদেশি কূটনীতিকরা।
৩৫৩ ভোটে জয় পেয়ে গত মঙ্গলবার রাষ্ট্রপ্রধানের পদ নিশ্চিত করেন আলভি। ক্ষমতাসীন পিটিআই’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি।
পেশায় চিকিৎসক হলেও রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ৬৯ বছর বয়সী এ নেতা। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিটিআই সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
Leave a reply