টাইফুন ‘সাওলোয়া’র তাণ্ডবে লণ্ডভণ্ড চীনের দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত দু’জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে কমপক্ষে ৯ লাখ বাসিন্দাকে। খবর রয়টার্সের।
জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, দু’বার ভূ-ভাগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। প্রথমবার, শনিবার ভোর সাড়ে ৩টায় আঘাত হানে গুয়াংডংয় প্রদেশে। পরে দুপুর ২টা নাগাদ আবারও হেইলিং দ্বীপে আছড়ে পড়ে টাইফুনটি।
এদিকে, দিনভর ঝড়ে বিপর্যস্ত জনজীবন। চীনের মূল ভূখণ্ডের পাশাপাশি হংকংয়ের সব শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সব ধরনের যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষয়ক্ষতি এড়াতে স্থগিত করা হয়েছে ৪৬০টি বিমান ফ্লাইট। তাছাড়াও সমুদ্র থেকে ৮০ হাজারের বেশি নৌযান উপকূলে ফেরত আনা হয়েছে। বর্তমানে গতি কমে সাধারণ ঝড়ে পরিবর্তিত হয়েছে সাওলোয়া।
/এআই/এসজেড/
Leave a reply