অর্থপাচারের অভিযোগে গ্রেফতার ইউক্রেনের শীর্ষ ধনকুবের

|

অর্থপাচার ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন কোলোমোইস্কি। ছবি: রয়টার্স

অর্থপাচার এবং জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছেন ইউক্রেনের শীর্ষ ধনকুবের ইহোর কোলোমোইস্কি। তিনি জেলেনস্কির পরম মিত্র হিসেবে পরিচিত। খবর রয়টার্সের।

শনিবার (২ সেপ্টেম্বর) দুই মাসের জন্য তাকে পুলিশি হেফাজতে নেয়ার নির্দেশ দেন আদালত। জামিন হিসেবে এক কোটি ৩০ লাখ ডলার ধার্য করা হয়। নভেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করবে সংশ্লিষ্ট প্রশাসন।

জানা গেছে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর বিপুল সম্পত্তির মালিক হন কোলোমোইস্কি। মূলত ব্যাংকিং এবং মিডিয়া ব্যবসার মাধ্যমে ইউক্রেনের ধনকুবের বনে যান তিনি। নির্বাচনে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকে প্রকাশ্য সমর্থন দিয়ে আসেন আলোচনায়। আর, ২০২১ সালে দুর্নীতির দায়ে পড়েন মার্কিন নিষেধাজ্ঞার মুখে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply